

অতীতের সময় কেন বর্তমানের চেয়ে বেশি ভালো লাগে? পর্ব (1)
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম গানের মধ্যে যেমন আজকের কোন যুবক যুবতীরা প্রাসঙ্গিকতা খুঁজে পান না, তেমনি অনেক বৃদ্ধ এর মাঝে তাদের অনুভূতি খুঁজে পায় কেননা এটা অনেক আগেকার গান। সঠিক করে বলা যায় যে, গানে সকল কথার সাথে পুরোপুরি সম্পর্ক খুঁজে না পেলেও আজকের শিশুরা বড় হলে এই কথাগুলোর সাথে প্রাসঙ্গিকতা খুঁজে পাবে তাদের সোনালী অতীতে কেননা এই গান বর্তমানে কোন গান হিসেবে ব্যবহৃত হবে না প্রাচীন গানের সাথে বর্তমানে কোন মিল পাওয়া যায় না এজন্য বর্তমান শিশুরা সোনালী জীবন অতীতের কথা মনে পড়ে যাবে এটা বলা হয়েছে।
এ যেন এক বিশ্ব জননী মানব উপলব্ধি একরকম নতুন রহস্য ঘটিত সৃষ্টি যা যুগ যুগ ধরে ছিল এবং আগামীতেও চলমান থাকবে। জীবনানন্দ দাশ একটা প্রবাদে বলেছে যে, জানো কি অনেক যুগ চলে গেছে ? মরে গেছে অনেক নিপতি? অনেক সোনার ধান ঝরে গেছে জানো নাকি? বন্ধুদের সাথে বসলে কিংবা পরিবারের সদস্যদের সাথে বসলে কোন আলোচনা করলে সেই আলোচনা অতীতের কোন ঘটনাকে কেন্দ্র করে হয়ে থাকে। পৃথিবীতে এমন এখনো অনেক মানুষ আছে যারা অতীতের কথাগুলো মনে করে বর্তমানে খুবই আনন্দ পায়। অতীতের ঘটনাগুলো কোনোটা সুখের এবং কোনোটা দুঃখের কিন্তু অতীতের দিনগুলো খুব বেশি মনে পড়ে যায়।
এভাবে চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে যত ধাপ অতিক্রম করি না কেন আগের স্মৃতি সবসময় সহজ এবং আনন্দময় বলে মনে হয়। অথচ জীবনের ওই সময়গুলো যখন পার করেছিলাম তখন মনে হতো ওই সময়গুলো চেয়ে কঠিন সময় জীবন আর কখনো পার করিনি। জীবনের সব ক্ষেত্রে অতীতকে সোনালী মনে হয় বর্তমানকে সোনালী মনে হয় না। সহজ এবং সুন্দর ছিলো সবকিছু যেন অতীতে। কিন্তু বর্তমান থেকে কেন অতীতকে এত ভাল মনে হয়? কোন জ্ঞানির কারণ আছে কি এর পেছনে? জার্নাল অফ পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি একটি গবেষণাপত্র হিগিন্স এই ঘটনার পেছনে একটি সম্ভাবনা উঠে আসে ১৯৮৮ সালে।
এজন্যই পূর্বে কোন একটি নববর্ষ পুজো এবং ঈদ বা কোন উৎসব আমাদের নিকট যত চমৎকার ছিল ওই বয়স পর্যন্ত উৎযাপন করা সবচেয়ে আনন্দময় একটা সময়। যার ফলে স্বল্প অভিজ্ঞতার দরুন উৎসবগুলোর মুল্যায়ন আমাদের কাছে ছিল অনেক বেশি আর আমরা মনে রেখেছি সেই দিনগুলোর কথা সেই উৎসবে কথা সেই আনন্দের কথা। আমরা যখন আমাদের জীবনের প্রতিটি ঘটনার দিকে ফিরে তাকায় তখন অনেক কিছু অসাধারণ ,উজ্জ্বল এবং চমৎকার হিসেবে মনে রাখতে পারে অতীতের দিনগুলি।
যেমন বিল পরিশোধ করা ,কাপড় ধোঁয়া ,সামনে কোন পরীক্ষা ,ঘর পরিষ্কার করা ,দৈনন্দিন এমনকি আরো অনেক বিষয় বা ঘটনা যেগুলো প্রতিনিয়তো মোকাবেলা করতে হয়। এইসব ক্ষুদ্র বিরক্তি গুলোর কথা মনে আসে না যখন আপনি অতীত নিয়ে ভাবতে থাকবেন। আপনার মনে রাখার মতো সময় গুলো আপনি ভাবতে থাকবেন এবং সবচেয়ে আনন্দময় সময়কে ভাবতে থাকেন তাহলে বর্তমানের বিরক্তিকর সময় গুলোর কথা আর মনে পড়বে না।